
তারেক হায়দার, কক্সবাজার: জুলাই বীর শহীদদের আত্মত্যাগ এবং জুলাই যোদ্ধাদের অবদানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, সেই পরিবর্তনের ধারাবাহিকতা রক্ষায় আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান। রোববার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরী হল রুমে আয়োজিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গৃহায়ন ও গণপূর্ত, শিল্প এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “বাংলাদেশে আর কাউকে ধরে নিয়ে ক্রস ফায়ার দেওয়া চলবে না, আয়নাঘর বানানো চলবে না। আমরা এমন একটি দেশ চাই যা হবে বৈষম্যমুক্ত ও ফ্যাসিবাদমুক্ত, যেখানে সব জাতিগোষ্ঠীর মানুষ সমান অধিকার ভোগ করবে।” তিনি আরও উল্লেখ করেন যে, জনতার কাফেলা আজ ‘হ্যাঁ’ ভোট, জুলাই সনদ এবং নতুন বাংলাদেশের পক্ষে ঐক্যবদ্ধ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা কঠোরভাবে বলেন, “সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে বলেই তারা হ্যাঁ-এর পক্ষে অবস্থান নিয়েছে। যারা ফ্যাসিবাদকে সমর্থন করে, তারাই কেবল ‘না’-এর পক্ষে প্রচার করবে। আর যারা জনগণের অধিকারের পক্ষে এবং গুম-খুন-ক্রসফায়ারমুক্ত বাংলাদেশ চায়, তারা অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবে। জুলাই সনদকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতেই এই গণভোটের আয়োজন।”
কক্সবাজার জেলা প্রশাসক মো: আ: মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান এবং প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান। সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ‘ভোটের গাড়ি’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপদেষ্টা।
এম.এম/সকালবেলা